October 14, 2024, 9:55 pm
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট সংবাদদাতা:বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার বারইখালী গ্রামের তাইজুল ইসলাম (২৮) নামের এক ভ্যান শ্রমিকের বিদ্যুৎপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) ৮ টার দিকে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। তাইজুল ইসলাম বারইখালী ইউনিয়নের বারইখালী গ্রামের জহুর খার ছেলে। জানা যায়, মঙ্গলবার রাতে নিহত ভ্যান শ্রমিক নিজের ভ্যান বৈদ্যুতিক চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।
এস.এম. সাইফুল ইসলাম কবির
মোরেলগঞ্জ (বাগেরহাট)সংবাদদাতা