October 5, 2024, 3:27 am
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে বেতাগীতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের মাধ্যমে তাঁর কার্যালয় বাস্তবায়ন কমিটি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে এ স্মারকলিপি প্রদান করে।এ সময় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু,বরগুনা পাবলিক পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক হাসানুর রহমান ঝন্টু, বাস্তবায়ন সমন্বয় কমিটির বেতাগী উপজেলা সন্বয়ক সাইদুল ইসলাম মন্টু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি প্রভাষক লায়ন শামীম সিকদার, বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম টুকু বলেন, শিক্ষার চিকিৎসা এবং যোগাযোগে উন্নয়ন বঞ্চিত বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি হয়ে পড়েছে। এর আগে প্রধানমন্ত্রীর বরাবরে বরগুনা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি দেওয়া হয়েছে। বরগুনা বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবির কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয় বরগুনায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মোস্তফা জামান বলেন,একটি বিশ্ববিদ্যালয় এখনো ভালো কিছু নেতৃত্ব দিতে পারে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে তারই ধারাবাহিকতায় বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন প্রত্যাশা করছি।