October 13, 2024, 7:44 am
রিপন ওঝা, মহালছড়ি
মহালছড়িতে সনাতন ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী আর্বিভাব তিথি উপলক্ষে শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির হতে মহা শোভাযাত্রা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রাটি প্রধান অতিথি জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি) ও আমন্ত্রিত অতিথিগণের উপস্থিতিতে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে মহতী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ভগবান শ্রী শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমীর পূণ্যানুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মহালছড়ি জোনের আওতাধীন এলাকায় বসবাসরত সনাতন ধর্মের ও সকল মানুষ শান্তিপ্রিয় মানুষদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, সকল ধর্মের মধ্যে মানুষের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের অনুশাসন, এই ধর্মীয় আদর্শের জায়গা থেকেই সকল জাতির ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখতে এ সুন্দর পৃথিবীতে যুগে যুগে দুষ্টের দমনে শিষ্টের পালনে পালনকর্তা বিষ্ণুর থেকে শ্রীকৃষ্ণ অবতাররুপে এসেছেন। সনাতনীদের বিশ্বাসমতে ভগবান শ্রীকৃষ্ণের আর্দশের ধর্মীয় বাণী প্রতিটি মানুষের কল্যাণে নিয়োজিত থেকে মানবতাবাদী হওয়ার দৃঢ় আহ্বান ও উপস্থিত সকল বয়সের স্তরবিশেষে আন্তরিক শুভেচ্ছা ও শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতির অভিনন্দন জানান।।
উক্ত মহতী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হাসান খান, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি চিন্তাহরণ শর্মা, মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক লিটন দাশগুপ্ত, উদযাপন পরিষদের সভাপতি সাগর চৌধুরী,, বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি সুনীল দাশ, ভূমিকা ত্রিপুরা(বেবি) ও মিডিয়া ব্যক্তিত্বগণ।
বিশাল এই ধর্মীয় মঙ্গল শোভাযাত্রাটি শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে পুনরায় মন্দিরে এসে শেষ হয়েছে।
এছাড়াও মন্দির প্রাঙ্গনে শোভাযাত্রা শেষে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় মাঙ্গলিক পূজা অর্চনা ও ধর্মীয় আচার আচরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত জন্মাষ্টমী উপলক্ষে সভাপতিত্ব করেন শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দিরের পরিচালনা পর্ষদের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ রতন কুমার শীল।
জন্মাষ্টমী হল ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম তিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী লক্ষত্র যোগে কৃষ্ণ মধুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান রূপে জন্মগ্রহণ করেন। তাঁর এই জন্মদিনকে জন্মাষ্টমী বলা হয়ে থাকে। আজ সেই শুভ দিন। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আবির্ভাব হয়েছেন। তিনি জগতের প্রতিপালক।
আজ ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটির তালিকা অনুযায়ী সকল সরকারি ও বে-সরকারি অফিস কার্যালয় ও বিভিন্ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবলু চৌধুরী।