October 9, 2024, 6:50 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ২২১ জন যুগ্ম সচিব।
আজ বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান ২১ ও ২২ তম বিসিএস ক্যাডারের পদোন্নতিপ্রাপ্ত ২২১ জন যুগ্ম সচিব। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।
উল্লেখ্য, ২১ ও ২২ তম বিসিএসের ২২১ কর্মকর্তা অতি সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন। #