October 9, 2024, 4:11 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা অর্চণাসহ যাথাযথ মর্যাদায় হিন্দু ধর্ম্বাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
আজ বুধবার (০৬ সেপোটম্বর) সকাল থেকেই কেন্দ্রীয় কালীবাড়ির রাধাকৃষ্ণ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূঁজা আর্চণা শুরু হয়। পরে দুপুরে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উৎসবমুখর পরিবেশে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এর আগে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: অসিত কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম, মঙ্গল চন্দ্র বিশ্বাস, অ্যাড. সুনীল কুমার দাস বক্তব্য রাখেন।
অপরদিকে, কোটালীপাড়া উপজেলায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। পরে বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় নানা বয়সের হিন্দু ধর্ম্বাবলম্বীরা অংশ নেন।
এ সময় পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদের সদস্য দেবদুলাল বসু পল্টু, বাংলাদেশ পূঁজা উদ্যাপন পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন। #