October 9, 2024, 7:51 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোরাকাঠি গ্রামেরর বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন শরীফ( ৬৫) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টায় মৃত্যুবরন করেন,ইন্নাল্লি……রাজেউন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে,১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ২টায় মরহুমের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস আই মেহেদী হাসান সহ একদল চৌকস পুলিশের টিম। এসময় উজিরপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এম ইশমাম । উপস্থিত ছিলেন উজির উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।উপজেলা প্রশাসনের গার্ড অফ অনার শেষে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার পূর্বে উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আক্রাম হোসেন, মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করেন এবং মরহুম বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান।