October 9, 2024, 12:38 pm
প্রেস বিজ্ঞপ্তিঃ
“শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন জন্মষ্টমী” উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি ।
মঙ্গলবার (৫সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব, মো: মামুন হাসান, প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোধীদলীয় নেতা বলেন,শ্রীকৃষ্ণের একমাত্র লক্ষ্য ছিল সমাজে সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপন। আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখেছেন শ্রীকৃষ্ণ।সমাজ থেকে অন্যায়–অবিচার, অত্যাচার, নির্যাতন, জুলুম ও হানাহানি দুর করে মানুষে–মানুষে অকৃত্রিম ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন।
তিনি আরও বলেন,‘সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। আবহমান কাল থেকে এ দেশের সকল ধর্মের অনুসারীরা পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করে আসছে, এই ঐতিহ্য আমাদের অক্ষুন্ন রাখতে হবে।শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা বাঙালির হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ।
তিনি আরও বলেন, সনাতন ধর্মের গুরুত্ব অনুধাবন করে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেন।
বিরোধীদলীয় নেতা আশা করেন, জন্মাষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তগণকে তাঁর জীবনাদর্শ অনুসরণ করতে আরও অনুপ্রাণিত করবে।
জন্মাষ্টমী উপলক্ষ্যে দেশের সকল নাগরিকের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন বিরোধীদলীয় নেতা