October 13, 2024, 3:51 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির এক মতবিনিময় সভা সোমবার দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, ইউএনও মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু। সন্তোষ কুমার সরদারের স ালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি স ম আব্দুল জব্বার, সাবেক সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, শাহীন ইকবাল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু, সহ-সভাপতি আব্দুল্লাহ গাজী, কোষাধ্যক্ষ হারুন অর রশীদ, সদস্য আফজালুর রহমান মিঠু, মালেক গাজী, সবুজ মিস্ত্রী, সালাম সরদার, নূরুজ্জামান সানা, ব্যবসায়ী মোহাম্মদ আলী সরদার, শওকত মোড়ল, মোকলেসুর রহমান, আলমগীর সানা, জিন্নাত আলী সানা, আসলাম পারভেজ, জামিলুর রহমান, মেছের আলী সানা, রেজাউল ইসলাম, রতন কুমার দাস ও মুয়াজ্জিন আবু সাঈদ। সভায় সমিতির নেতৃবৃন্দ মৎস্য আড়ৎদারী সমিতির বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরলে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসা পরিচালনার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন।