October 9, 2024, 4:59 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাদারী সংগঠন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির সম্পাদক ও সদস্যদের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১০ টায় উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার ও সাধারন সম্পাদক শাকিল মাহমুদ বাচ্চুর নেতৃত্বে সরকারি বিভিন্ন দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করা হয়,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন,উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান,ওসি তদন্ত মোঃতৌহিদুজ্জামান,উজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে,এম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলী সহ সরকারি বিভিন্ন কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আঃ রহিম সরদার , সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শাকিল মাহমুদ বাচ্চু,যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মাসুম ,নির্বাহী সদস্য ও দৈনিক সংবাদ ও নিপীড়িতের কণ্ঠস্বর এর কল্যান কুমার চন্দ,
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি ও দৈনিক সময়কাল প্রতিনিধি বাসুদেব পাড়ুয়া,বরিশাল ক্রাইম নিউজের প্রতিনিধি মোঃ চঞ্চল সরদার, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মোঃ নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ প্রতিনিধি মোঃজাহিদ হাসান ,প্রচার সম্পাদক ও দৈনিক হিরন্ময় প্রতিনিধি বিপ্লব হাজারী,ক্রীড়া সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি সুদেব চন্দ্র মন্ডল, সাহিত্যও প্রকাশনা সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি কমল বাড়ৈ পুলক, দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের বরিশাল প্রতিনিধি মোঃ জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য মোঃ মোয়াজ্জেম হোসেন, সদস্য জাহিদুল ইসলাম মিঠু মোল্লা দৈনিক বিজয় নিউজ, আলমগীর লস্কর দৈনিক বরিশাল অঞ্চল ও মোঃ রাকিব হাসান শান্ত এশিয়ান টিভির ক্যামেরাম্যান সহ আরো অনেকে।
এসময় কর্মকর্তারা বলেন সাংবাদিকরা সমাজের দর্পন,পেশাদারীত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে সাংবাদিকদের সামিল হওয়া ও সন্ত্রাস, দুর্নীতি ইভটিজিং, মাদকমুক্ত স্মার্ট উজিরপুর গঠনে সাংবাদিকদের সাথে নিয়ে একত্রে কাজ করতে সকলকে আহ্বান যানান এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সর্বদা সাফল্য কামনা করেন।