October 12, 2024, 3:59 am
রফিকুল ইসলাম ,
পটুয়াখালীর রাঙ্গাবালী থানায় সিএমপির কর্ণফুলি থানার একাধিক মাদক মামলার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোসাঃ একামনি সুখী কে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। শনিবার রাত ১১টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া স্পীডবোট ঘাট থেকে সিএমপি এর কর্ণফুলী থানার এফআইআর নং-৭/৪৮৩, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) এবং জিআর-৪৮৩/১৯ (কর্নফুলী-৭(৯)১৯ এর আসামী একামনি সুখী কে গ্রেফতার করে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন রাঙ্গাবালী ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের কাজির হাওলা গ্রামের লাহাড়ীবাড়ি এর মোঃ শহিদুল ইসলামের মেয়ে একামনি সুখী। ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে রাঙ্গাবালী থানার এসআই মোঃ আমিনুল ইসলাম বাবুল এর নেতৃত্বে রাঙ্গাবালী থানার একটি টিম নিয়ে কোড়ালিয়া স্পীডবোট ঘাট থেকে সুখী কে গ্রেফতার করা হয়। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, গ্রেফতারকৃত আসামী একামনি সুখী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তাহার বিরুদ্ধে নারয়ানগঞ্জ ফতুল্লা থানা এবং সিএমপি এর কর্নফুলি থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে প্রেরণ করা হবে।