October 12, 2024, 2:57 am
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় সপ্তদ্বীপা সাহিত্য পরিষদের পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছার নতুন বাজারস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি লেখক ও সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান।
সাহিত্য আসরে কবিতা, ছড়া, প্রবন্ধ ও গল্প পাঠে অংশ গ্রহন করেন, এ্যাড. শফিকুল ইসলাম কচি, লেখক ও প্রধান শিক্ষক শিব শংকর রায়, কবি হাসনা খাতুন সুমাইয়া, রাবেয়া আক্তার মলি, দিপান্বীতা অধিকারী, লতিফা আক্তার তামান্না, মুনিরা আহমেদ, সেতু আক্তার তুলি, লাবিবা আক্তার লোচমি, লিনজা আক্তার মিথিলা,তৃষা বিশ্বস, শাহিনুর রহমান প্রমুখ।
ইমদাদুল হক,
পাইকগাছা (খুলনা)।