October 5, 2024, 2:31 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই পরিচিতি সভা হয়।
পরিচিতি সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশিল সমাজের প্রতিনিধি, ঈমাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠর প্রতিনিধি, এনজিও, ব্যবসায়ী এবং সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের নিকট গোদাগাড়ীর সুশিল সমাজের নেতৃবৃন্দ গোদাগাড়ীর মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, বিভিন্ন সরকারি দপ্তরের উন্নয়ন কাজের দুর্নীতি রুখতে সঠিক তদারকি, সরকারের উন্নয়ন সাফল্য গণমাধ্যমে তুলে ধরতে অফিস কর্মকর্তাদের সহযোগিতায় দ্রুততম সময়ে গণমাধ্যম কর্মীদের তথ্য প্রদান, বিভিন্ন দপ্তরের সাধারণ জনগণের হয়রানী ছাড়ায় সেবা প্রদান, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রুখতে বাজারের সঠিক মনিটরিং, আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রশাসনের সহযোগিতা, মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যানে সহযোগিতাসহ গোদাগাড়ীর বাসীর সার্বিক কল্যাণ ও সেবার সহযোগিতা চান। এছাড়াও গোদাগাড়ীর সুধিজনরা নবাগত উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামকে স্মার্ট কর্মকর্তা উল্লেখ করে গোদাগাড়ী উপজেলাকে স্মার্ট উপজেলা গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম তার বক্তব্যে জনগনের সেবার জন্য নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সুশীল সমাজের দেওয়া বক্তত্যে যেসব চিত্র তুলে ধরা হয়েছে তা নিজে মনিটরিং করে গোদাগাড়ী মঙ্গল কামনায় নিষ্ঠার সাথে কাজ করার করা বলেন।
নবাগত ইউএনও আরও বলেন, মুক্তিযোদ্ধাদের সমস্যা সরজমিনে দেখে সিদ্ধান্ত নিব, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে করতে চাই। কৃষি প্রণোদোনা সময়মত বিতরণ করা হবে। আমার অফিসসহ গোদাগাড়ীর যে কোন অফিসে দুর্নীতি মুক্ত করতে চাই। এ ব্যপারে সকলকে এক সাথে কাজ করতে হবে। এছাড়াও কোন সমস্যা বা পরামর্শের জন্য তার নিজ দপ্তরে বা মোবাইল ফোনে জানানোর অনুরোধ করেন।
পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, গোদাগাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, বিভিন্ন স্তরের সুধিজন।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী, রাজশাহী।