October 5, 2024, 4:23 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার খাজুরিয়া গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ ফেরদৌস রহমানকে আগৈলঝাড়া থানার এস আই মোঃ আলি হোসন গ্রেফতার করেন। আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলাম আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বি এম মনির হোসেনকে জানান
উপজেলার খাজুরিয়া গ্রামের মোঃ হারুন মিয়ার ছেলে মোঃ ফেরদৌস রহমান রাজধানীর মিরপুর ও হাজারি বাগ থানার মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামি হওয়ায় (ফেরদৌস) তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট জারী করেন সে গ্রেফতারী ওয়ারেন্ট আগৈলঝাড়া থানায় আসে। ৩০ আগষ্ট বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মোঃ আলি হোসন সংগিও ফোর্স নিয়ে ফেরদৌস রহমানের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে ৩১ আগষ্ট বৃহস্পতিবার বরিশাল আদালতে প্রেরণ করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।