October 14, 2024, 9:44 pm
ষ্টাফ রিপোর্টারঃ
সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম জানাজায় অংশ নিয়েছেন হাজার হাজার মুসল্লী। ময়মনসিংহ নগরীর কেন্দ্রীয় আঞ্জুমান ঈদগাহ মাঠে আজ সোমবার বাদ আছর সাবেক ধর্মমন্ত্রীর প্রথম জানাজা সম্পন্ন হয়।
অধ্যক্ষ মতিউর রহমানের প্রথম জানাজায় ৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন। জানাজা শেষে মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হীমঘরে রাখা হয়েছে। আগামীকাল মঙ্গলবার বাদ জোহর নগরীর মোড়ল বাড়ি মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।
অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন। বিবৃবিতে তারা মরহুমের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. ইকরামুল হক টিটু, মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, মেয়র, কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন।
জানাজায় অংশ নেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম নাদেল, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহেমেদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডিাষ্ট্রির সভাপতি ও সাবেক এফবিসিসিআই সহসভাপতি ও সাবেক জেলা আওয়ামী লীগ সহসভাপতি মো. আমিনুল হক শামীম,জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার প্রতিনিধি মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিমসহ সংসদ সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী,
বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাস্কৃতিক ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মুসল্লী।
জেলা আওয়ামী লীগ সভাপতি মো. এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় জানাজার আগে কৃষিমন্ত্রী ছাড়াও অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মোহিত উর রহমান শান্ত বক্তব্য রাখেন।
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য কর্মস্থল মিন্টু কলেজ প্রাঙ্গণ ও পরে শিববাড়িস্থ দলীয় কার্যালয়ে মতিউর রহমানের মরদেহ সকাল থেকেই রাখা হয়। তাকে শ্রদ্ধা জানাতে রাজনীতিবিদ, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।