October 9, 2024, 5:18 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা মৌজা হতে বিশেষ অভিযান চালিয়ে ১০কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেন হাতীবান্ধা থানার পুলিশ।
লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,এর দিকনির্দেশনায় হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহা আলম,এর নেতৃত্বে এসআই/মোঃ মাহফুজার রহমান, ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা মৌজাস্থ পাটগ্রাম টু লালমনিরহাট গামী মহা সড়কের পূর্ব পার্শ্বে হাতিবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে থেকে আব্দুল খালেক(৩১), এর হেফাজত হইতে ১০ (দশ) কেজি মাদদ্রব্য গাঁজা সহ তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন আব্দুল খালেক(৩১), পিতাঃ মোঃ আব্দুল বারিক, সাং- কাশিয়াবালা, ইউনিয়ন- মির্জাপুর, থানা-শেরপুর, জেলা- বগুড়া। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে
হাতীবান্ধা থানার মামলা নম্বর ১৮, ধারা- ৩৬(১) সারনীর ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করিয়া গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
লালমনিরহাট হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি)শাহা আলম, জানান গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানাধীন টংভাঙ্গা মৌজাস্থ পাটগ্রাম টু লালমনিরহাট গামী মহা সড়কের পূর্ব পার্শ্বে হাতিবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর সামনে হতে বিশেষ অভিযান চালিয়ে ১০কেজি গাজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী আটক করেন হাতীবান্ধা থানার পুলিশ।
হাসমত উল্ল্যাহ।