October 13, 2024, 4:23 pm
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মর্কতাদের সাথে মতবিনিময় সভা করলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান।
বৃহস্পতিবার বিকালে উপজেলা নবনির্মিত অডিটোরিয়াম হলে নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ- আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি-হিসেবে উপস্থিত ছিলেন-রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান প্রমূখ। এছাড়া মতবিনিময় সভায় পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলার সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। পরে বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান সরকারি বিভিন্ন অনুদানের উদ্বোধন করেন।