October 14, 2024, 9:46 pm
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নে বিনম্র শ্রদ্ধায়
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ আগস্ট বৃহস্পতিবার সকালে ১০টায়
উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে শের-ই বাংলা বাজার এলাকায় দিবসটি যথাযথ মর্যাদায় আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক দিবসে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো:আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১ ও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো:ইউনুস। সম্মানিত অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,শেরে বাংলার দৌহিত্র আওয়ামী লীগের আর্ন্তজাতিক উপ-কমিটির সদস্য একে ফাইয়াজুল হক রাজু, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম ফারুক, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান খান, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান মাস্টারের সভাপতিত্বে
এছাড়াও বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ- সভাপতি আক্তার হোসেন মোল্লা, যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ও ইউপি সদস্য রুবেলের সঞ্চালনায় আরো উপস্থিত উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মীর, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুলতান হোসেন, ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন, যুবলীগ নেতা মহাসিন রেজা, উজ্জ্বল তালুকদার, জসিম মীর,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংবাদিক আব্দুল আউয়াল,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহাগ,ইউপি সদস্য মোঃ সাইদুল হোসেন, মোঃনাদিম সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে খাবার বিতরণ করা হয়।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: