October 9, 2024, 8:28 pm
বি এম মনির হোসেনঃ-
মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪৮তম জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলে ২৪ আগষ্ট বৃহস্পতিবার মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকাল দশটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কালো ব্যাজ ধারণ, আলোচনাসভা, দোয়া-মিলাদ ও খাবার বিতরণ করা হয়েছে। রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাশী ণাথ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার অন্যান্যদের উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মলিানা রানী রায়, মোঃ রফিকুল ইসলাম তালুকদার, মোঃ জসিম উদ্দিন সরদার, মোঃ সাইদুল সরদার, পেয়ারা ফারুক বক্তিয়ার, রেমন ভূইয়া, কাজী রিয়াজ, কাজী আওলাদ হোসেন, মীর আশ্রাফ আলী, সোহরাব হোসেন, নাসির উদ্দিন,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম নবী সেরনিয়াবাত, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সহিদ তালুকদার,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ পরিচালনা করেন বারপাইকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামরুজ্জামান। শেষে তবারক বিতরণ করা হয়। আলোচনাসভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।