October 14, 2024, 8:53 pm
গাইবান্ধা থেকে মোঃ আনিসুর রহমান আগুন।।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কম দেওয়ায় নিয়োগ প্রাপ্ত ডিলারেরা চরম বিপাকে পড়েছে।
বিভিন্ন এলাকা ঘুরেফিরে ডিলারদের নিকট থেকে জানা গেছে, সরকার নিম্ন আয়ের মানুষ জনের খাদ্য চাহিদা নিশ্চিত করার জন্য সারাদেশে খাদ্য বান্ধব কর্মসূচি চালু করেছেন। তারই ধারাবাহিকতায় সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু রয়েছে । কর্মসূচি নিয়মিত চালু থাকলেও গোডাউনে প্রায়শই চাল কম দেয়া ও নিম্ন মানের খাওয়ার অযোগ্য চাল দেয়ার অভিযোগ উঠে থাকে। এনিয়ে বহুবার অভিযোগ ও খবর প্রকাশ করা হলেও কর্তৃপক্ষ কর্ণগোচর করেনি। প্রতিবারের মত এবারও প্রতি বস্তায় দেড় হতে দুই কেজি করে চাল কম দেয়া হয়েছে বলে জানা যায়। এতে করে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে বিপাকে পড়েছে স্থানীয় ডিলাররা। ডিলার আব্দুল কুদ্দুস, বাদল, জাহিদুল, হামিদসহ অনেকে জানান, চাল নেয়ার সময় স্কেল দিয়ে মাপ করে চাইলে গোডাউন কিপার বলেন, স্কেল পাব কোথায়? এনিয়ে গোডাউন সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাইয়ুম খানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি।
এব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাবিবুর রহমানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার গোডাউন ও ডিলারেরা কেউ কম দেয়না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ- আলম জানান, এব্যাপারে আমি সংশ্লিষ্ট অফিসারদের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।