October 13, 2024, 8:24 am
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি সরকারি কলেজে আজ ২২আগস্ট মঙ্গলবার হলকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরিদুল আলম চৌধুরীর
সভাপতিত্বে আসন্ন এইচএসসি/২৩ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি কমিশনার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
উক্ত এ সময়ে উপস্থিত সকল পরীক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র দেয়া হয় এবং উপস্থিত শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্যে দোয়া/আর্শীবাদ ও শুভকামনা করা হয়েছে।
এসময়ে মহালছড়ি সরকারি কলেজের সকল বিভাগের অধ্যাপক/অধ্যাপিকাগণ, কর্মকর্তা কর্মচারীসহ প্রিয় শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আসন্ন এইচএসসি পরীক্ষা আগামী ২৭আগস্ট রোজ রবিবার হতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।