October 13, 2024, 4:57 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাট জেলার সদর থানাধীন মহেন্দ্রনগর ইউপির মহেন্দ্রনগর বাজার এলকায় বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ১জন কে গ্রেফতার করেন লালমনিরহাট ডিবি পুলিশ।
লালমনিরহাটের ডিবি অফিসার ইনচার্জ (ওসি)আমিরুল ইসলাম, এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ফেরদৌস সরকার,এসআই (নিঃ)/মোঃ ইসমাইল হোসেন,এএসআই /মোঃ আব্দুল বারী সরকার, কং/৪৭৯-মোঃ ময়েজ উদ্দিন,কং/৮২-মোঃ বেলাল হোসেন ও কং/৬৯১-মোঃ রাশেদ মিয়া, এবং সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে লালমনিহাটের সদর থানাধীন মহেন্দ্রনগর ইউপির মহেন্দ্রনগর বাজার এর দক্ষিণে থাকা মাছের আড়তের পূর্বপার্শ্বস্থ জনৈক মোঃ দ্বীন ইসলাম এর মুদি দোকানের অনুমান ১০০ গজ দক্ষিণে মহেন্দ্রনগর টু মোস্তফী গামী পাঁকা রাস্তার তিনমাথা মোড়ের উপর হতে ধৃত আসামী রুহুল আমীন (২০)এর হেফাজতে থেকে ১০০(একশত )বোতল কোডিনযুক্ত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করেন । এতদসংক্রান্তে লালমনিরহাট সদর থানায় আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন ।
লালমনিরহাট গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ(ওসি) আমিরুল ইসলাম, জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন মহেন্দ্রনগর ইউপির মহেন্দ্রনগর বাজার এর দক্ষিণে থাকা মাছের আড়তের পূর্বপার্শ্বস্থ জনৈক মোঃ দ্বীন ইসলাম এর মুদি দোকানের দক্ষিণে মহেন্দ্রনগর টু মোস্তফী গামী পাঁকা রাস্তার তিনমাথা মোড়ে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক জন মাদক ব্যবসায়ী কে আটক করেন ডিবি পুলিশ।
হাসমত উল্ল্যাহ।