September 10, 2024, 8:25 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে হিন্দু যুবক সুফল বিশ্বাসকে পিটিয়ে হত্যা। নড়াইলের লোহাগড়ায় স্থানীয় সামাজিক ও আধিপত্য দ্বন্দ্বের জেরে সুফল বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নড়াইলের লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুফল বিশ্বাস ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে।
ওসি নাসির উদ্দিন জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাসের নামে একটি মামলা ছিল। মামলায় জামিনে সুফল বিশ্বাস বাড়ি আসলে তাকে ওই এলাকার কতিপয় যুবক লাঠি দিয়ে আঘাত করে আহত করে।
পরে স্থানীয় ও পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত চলছে। এছাড়া এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।