September 9, 2024, 7:04 pm
মিজানুর রহমান মিলন,
বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনটে রাঙ্গামাটি গ্রামে এক শিক্ষকসহ দুই কৃষকের ৬৮ শতক জমি বাঁশের বেড়া নির্মাণ করে জবর দখলের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি পশ্চিম পাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে শিক্ষক সাইদুর রহমান প্রতিবেশী মৃতঃ আজিজার রহমান আকন্দের ছেলে কৃষকর রঞ্জু মিয়া ও মৃত দিরাস উদ্দিন আকন্দের ছেলে কৃষক দিলবর আকন্দ এই তিন ব্যক্তি ধুনট থানার এলাঙ্গী মৌজার জে,এল নং ৩৮,খতিয়ান নং ১০২৪,এস এ ১২৪৩ খারিজি খতিয়ান ৫২৪১,৪৭৮২, দাগ নং ৭০৯ জমির পরিমাণ ৬৭ শতক জমি ক্রয় করে দখল করে আসছিলেন জমির মালিক ওই তিন ব্যক্তি। হঠাৎ সেই জমিতে বাঁশের বেড়া নির্মাণ করে দখলের চেষ্টা করছেন প্রতিপক্ষ প্রতিবেশী মৃত আজিজার রহমানের ছেলে শহীদ (৪০), তৌহিদ (৪২), আজাত (৪৫), মঞ্জু (৪৮), আজিবর রহমান এর ছেলে ফেরদৌছ (৪৪), মোসলেম উদ্দিন এর ছেলে শাহা আলম (৩৮), আবদীন এর ছেলে আব্দুল বারীক (৬৫), ও আব্দুল বারিক এর স্ত্রী সেলিনা আক্তার (৪২), গত শুএবার (১৮ আগস্ট) সকাল আনুমানিক ৯ টার দিকে বিবাদীগণ পরস্পর যোগসাজশ করে শিক্ষকসহ ২ কৃষকের বর্ণিত
সম্প্রতি জোরপূর্বক বাঁশের বেড়া নির্মাণ করে।
ধুনট থানার এএসআই সোহেল রানা বলেন, জমির শিক্ষক সাইদুর রহমান সহ দুই কৃষকের লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রকৃত মালিকের কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হবে। এর আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।