September 10, 2024, 7:22 am
বি এম মনির হোসেনঃ-
মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতার ৪৮তম সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুস্পমাল্য নিবেদন, পতাকা উত্তোলন, নীরবতা পালন, কালোব্যাজ ধারন, শোকসভা, দোয়া-মিলাদ ও তোবারক বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৯আগস্ট শনিবার সকাল দশটায় গৈলা মডেল ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গৈলা শিশু নিকেতন স্কুল মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দরা। গৈলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জান হালিমের সভাপতিত্ব শোক সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুল্লাহ লিটনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা জসীম সরদার, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা সবুজ আকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ মোল্লা, ছাত্রলীগ নেতা আসিফ তালুকদার, শিবলু তালুকদার।বাদ যোহর জাতির পিতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন গৈলা বাজার জামে মসজিরে পেশ ইমাম মাওলানা হেদায়েত উল্লাহ। দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।