September 10, 2024, 5:37 pm
এম এ আলিম রিপন ঃ পাবনার সুজানগরে বিজ্ঞান বিষয়ক সভা ও বক্তৃতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকার সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ বিজ্ঞান বিষয়ক সভা ও বক্তৃতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত জাদুঘরের সহকারী কিউরেটর এস,এম,আবু হান্নান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা।উল্লেখ্য সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়,শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আবুল কাশেম মাধ্যমিক বিদ্যালয় সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান বিষয়ক এ বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এম এ আলিমরিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।