September 17, 2024, 2:10 am
এম এ আলিম রিপন ঃ অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুজানগরে মৎস্য পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ঐতিহ্যবাহী গাজনার বিলের খয়রান ব্রীজ সংলগ্ন প্লাবনভূমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,সুজানগর পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান জানান, ২০২৩-২০২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে সর্বমোট ৪৭২.৯৭ কেজি মৎস্য পোনা অমুক্তকরণ করা হয়।
এম এ আলিমরিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।