September 10, 2024, 6:30 pm
আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
সারাদেশে সিরিজ বোমা হামলায় জড়িতদের বিচারের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলার ৪৩৪ স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চেয়েছিল পরাজিত শক্তি। কিন্তু দেশের মানুষ তাদের মিশন সফল হতে দেযনি। মিন্টু বলেন, আবার দেশে সেই খেলা শুরু হয়েছে। তিনি সবাইকে সজাগ থাকার আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।
ঝিনাইদহ
আতিকুর রহমান।