September 9, 2024, 6:06 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে গোপালগঞ্জে বহুল আলোচিত সর্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে এই পেনশন স্কীমের উদ্বোধন করেন তিনি।
“সুখে ভরবে আগামী দিন, পেনশন হবে সর্বজনীন” এই প্রতিপাদ্যে নিয়ে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজমসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধান, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই সর্বজনীন পেনশন স্কিমে বিভিন্ন শ্রেণী পেশার ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গোপালগঞ্জের সাধারন মানুষ। তারা বলেন, প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহন করেছেন তা বাংলাদেশে আর কেউ করতে পারেনি।এই পেনশন স্কিমের মাধ্যমে সমাজের খেটে খাওয়া শ্রমজীবীরা ভালো থাকতে পারবে। বৃদ্ধ বয়সে স্বাচ্ছন্দে বাঁচার একটা নিশ্চয়তা পাবে।
রিক্সা চালক সোলাইমান শেষ (৭০) বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কীম চালু করেছে। এখন আর মাদের বৃদ্ধ বয়সে কোন চিন্তা থাকলো। কষ্ট হলেও এই পেনশন স্কীমে রেজিস্ট্রেশন করবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ব্যবসায়ী আহাদ আলী (৬৫) বলেন, অনকে সময় বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে তাদের মা বাবাকে দেখেন না। এই স্কীমে রেজিট্রেশন করলে বৃদ্ধ বয়সে চিন্তামুক্ত থাকা যাবে। আমি এই পেনশনে রেজিষ্ট্রেশন করে টাকা জমা দিবো। বঙ্গবন্ধুকে কন্যাকে ধন্যবাদ জানাই।
গোপালগঞ্জ প্রান্ত থেকে সমতা স্কীমের আওতায় সদ্য রেজিস্ট্রেশনকৃত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দুলালী আক্তার যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, আমি আগে জানতাম যারা সরকারি চাকরি করে তাদের জন্য শুধু পেনশনের ব্যবস্থা করা হয়। আমাদের মতো সাধারণ মানুষকে পেনশনের আওতাভূক্ত করায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমাদের মতো গরিব মানুষ বৃদ্ধকালে পেনশন পেলে কারো কাছে হাত পাততে হবে না, এবলে আবারও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, মসাধারন মানুষকে একটি টেকসই সামজিক নিরাপত্তার মধ্যে আনার জন্য কাজ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য সর্বজনীন পেনশন স্কীমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পেনশনের ফলে মানুষকে বৃদ্ধ বয়সে কোন চিন্তা করতে হবে না। #