September 13, 2024, 7:19 pm
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় ২০২৩-২০২৪ অর্থবছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক চাষ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সকালে মাছের পোনা অবমুক্তকরনে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পরিচালক শেখ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থা পরিচালক রাকিব হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন,সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলমসহ অন্যানরা। উন্মুক্ত জলাশয়ে ৭শত কেজি রুই জাতীয় মাছ এবং ৩০ কেজি দেশিয় মাগুর ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।