September 18, 2024, 8:09 am
এম এ আলিম রিপন: সুজানগর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর পৌরসভার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধা নিবেদন, কালোব্যাজ ধারন, মিলাদ মহফিল ও আলোচনা সভা। এদিন উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর্যালে পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও পৌর মেয়র রেজাউল করিম রেজা। এ সময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। পরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ এবং জাতির উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।