October 5, 2024, 4:26 am
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামছুল আরিফিন শরিফ, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, মির্জাবাড়ী সাবেক ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান আলী তালুকদার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামান প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ কাজী আব্দুল মোতালেব, চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাবাড়ী ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা খান বাবলু, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দুলাল তালুকদার সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন মধুপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আক্তার। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়।