September 21, 2024, 4:03 am
এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় বানারীপাড়ায় জাতীয় শোক দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ডাক বাংলো চত্ত্বরে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশাল -০২ আসনের এমপি মোঃ শাহে আলম প্রথমে ফুলের শ্রদ্ধা জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ গোলাম ফারুকের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলাদ হোসেন সানা, সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এস মিজানুল ইসলামসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্ধ, সহযোগী ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানায়। উপজেলা প্রশাসন সকালে বানারীপাড়া ডাক বাংলো চত্ত্বরে জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, সহকারী কমিশনার শানজিদা রিক্তা, কৃষি অফিসার মোঃ মফিজুর রহমান,
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, পিআইও মোঃ মহাসিনুল হাসান, সমাজসেবা কর্মকর্তা, ওসি এসএম মাসুদ আলম চৌধুরী, ওসি তদন্ত মমিন উদ্দিন, শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদ, মাধ্যমিক শিক্ষা অফিসার খনদকার আমিনুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ পৃথকভাবে ফুলের শ্রদ্ধা জানান।
বানারীপাড়া পৌর মেয়র অ্যডভোকেট সুভাষ চন্দ্র শীলের নেতৃত্বে পৌর পরিষদ ফুলের শ্রদ্ধা জানায়।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের মধ্যে নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, খেলাঘর আসর, কবিতা পরিষদ, প্রাথমিক শিক্ষক সমিতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন, এনজিও সমন্বয় পরিষদসহ বিভিন্ন সংগঠন ফুলের শ্রদ্ধা জানায়।#
এহ মিজানুল ইসলাম
বানারীপাড়া, বরিশাল ।