September 14, 2024, 11:45 pm
ষ্টাফ রিপোর্টারঃ
ষ্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুজিববর্ষের সূচনালগ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
মঙ্গলবার (১৫আগষ্ট) সকালে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির পক্ষ থেকে ময়মনসিংহের সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ময়মনসিংহ জেলা,মহানগর, সদর উপজেলা জাতীয় পার্টি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সুন্দর মহল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিরোধীদলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম এর নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে জানানোর সময় মহানগর জাতীয় পার্টির আহবায়ক ডাঃ কে আর ইসলাম, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোশাররফ হোসেন, যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ নুরু,সাব্বির হোসেন বিল্লাল, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর লাল মিয়া লাল্টু,সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ইদ্রিস আলী, সাধারন সম্পাদক আবজাল হোসেন হারুন, মির্জা আবু নাজির শামীম,এবি ছিদ্দিক, জেলা যুব সংহতির আহবায়ক শরীফ খান মিল্টন পাঠান, সদস্য সচিব জালাল উদ্দিন,
জাতীয় ছাত্র সমাজ মহানগর শাখার
আহবায়ক, মোঃ সুমন হাসান, যুগ্ম আহ্বায়ক, মোঃসজিব,যুগ্ম আহবায়ক, মোঃজেসান,,যুগ্ম আহবায়ক, সিয়াম,সদর উপজেলা শাখার আহবায়ক সাখাওয়াত হোসেন তুষাড়,যুগ্ম আহ্বায়ক, মোঃ আল মামুন খোকন,যুগ্ম আহবায়ক, ইমন,যুগ্ম আহবায়ক, এমদাদুল হক মিলন,মোঃজামান হাসান হৃদয়,সহ জেলা,মহানগর ও সদর উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।