September 19, 2024, 11:17 pm
কুড়িগ্রাম প্রতিনিধি:
তৃতীয় পুত্র সন্তানের বাবা হলেন দেশ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর। (১৪আগষ্ট ২০২৩খ্রিঃ) সোমবার সন্ধ্যা ৬টা ২০মিনিটে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোর্ধারপাড় (লেকসিটি) “হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” ডাক্তারের অপারেশনে সিজার অপারেশনে তৃতীয় পুত্র সন্তানের জন্ম দেন সংবাদকর্মীর সহধর্মিনী মিসেস. আফরোজা আক্তার (গোলাপী বেগম)। বর্তমানে মা ও ছেলে সুস্থ রয়েছেন।
দেশ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর তৃতীয় পুত্র সন্তান মোঃ আবদুর রহমান শুভ এর বাবা হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন সংবাদ বিভাগের বিভিন্ন সংবাদকর্মী ও সংবাদ বিভাগের সংশ্লিষ্টসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সহকর্মী ও শুভাকাঙ্খীরা।
দেশ টিভি ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর বলেন, মহান আল্লাহর দরবারে কোটি-কোটি শুকরিয়া। (একুশে ফেব্রুয়ারি ২০০৭খ্রিঃ) আফরোজা আক্তার (গোলাপী বেগম) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। এরপর প্রথম পুত্র সন্তান মোঃ আসিফুর রহমান স্বাধীন (২৬মার্চ ২০১১খ্রিঃ) ও দ্বিতীয় পুত্র মোঃ আজিজুর রহমান স্বদেশ (৭মার্চ ২০১৬খ্রিঃ) এবং তৃতীয় পুত্র মোঃ আবদুর রহমান শুভ (১৪আগষ্ট ২০২৩খ্রিঃ) জন্মগ্রহণ করেন। বর্তমানে আমার সহধর্মিণী ও ছেলে শুভ সুস্থ রয়েছেন ইনআশাল্লাহ। আমার সহধর্মিনী মিসেস. আফরোজা আক্তার (গোলাপী বেগম) এর সিজার অপারেশন সফলভাবে সম্পন্ন করায় নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও ডাক্তারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার নবজাতক পুত্র শুভ ও স্বাধীন, স্বদেশ এবং আমি ও আমার স্ত্রীর জন্য সকলে দোয়া করবেন।