September 21, 2024, 3:32 am
পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।।
পাইকগাছার সোলাদানা ইউপি’র পারিশামারিতে এনজিও’র দেওয়া হত দরিদ্র মহিলার একটি বকনা গরু পিটিয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে ৭ দিন পুর্বে বকনা গরুটি চিংড়ি ঘেরে গেলে ঘের কর্মচারী পিটিয়ে আহত করে। চিকিৎসাধীন অবস্থায় গরুটি সোমবার সন্ধ্যায় মারা যায়। পারিশামারির বাসিন্দা মৃতঃ সুর্য্যকান্ত বৈরাগীর ছেলে রবেন বৈরাগী জানান, গরুটি আমার বোন বাসন্তী’র। তিনি অভিযোগ করেন ঘের কর্মচারী এরশাদ বিশ্বাস গরুটি পিটিয়ে আহত করেন। এখন যতেœর গরু হারিয়ে দরিদ্র বাসন্তী’র কান্না থামছে না। এ ঘটনায় বাসন্তী প্রতিকার চেয়ে ১৫ আগস্ট-২৩ তারিখে থানায় অভিযোগ করেছেন।
প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।