September 17, 2024, 1:37 am
এম এ আলিম রিপন ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংকের দেশব্যাপি ৩ কোটি গাছের চারা বিতরণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে গ্রামীণ ব্যাংক। এরই অংশ হিসেবে মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে বনজ-ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। এর আগে এদিন সকালে গ্রামীণ ব্যাংক সাতবাড়িয়া শাখার শাখা ব্যবস্থাপক সবুজ হালদারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ । প্রধান অতিথির বক্তব্যে গ্রামীণ ব্যাংকের এরিয়া ম্যানেজার গোলাম মোহাম্মদ বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্ব এবং লাখো শহীদের রক্তে বিনিময় আজকের এই স্বাধীন বাংলাদেশ। আজ বঙ্গবন্ধু নেই রয়েছে তার প্রজ্ঞার স্বাক্ষর। অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা পুরুষ ছিলেন বঙ্গবন্ধু । বঙ্গবন্ধুই বিশ্বের একমাত্র রাষ্ট্রনায়ক যিনি বিদেশের কারাগারে বন্দি থাকলেও তার নির্দেশনা বাস্তবায়নে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন করেছে। এ সময় তিনি বলেন বাংলাদেশের মানুষের কাছে আস্থা অর্জন করা গ্রামীণ ব্যাংক ২০২১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করে। চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশব্যাপী ব্যাংকটির পক্ষ থেকে ২৭ কোটি ৪৩ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে এ পর্যন্ত ২ লাখ ৮৮ হাজার ৪৭ কোটি টাকা জামানতবিহীন ঋণ বিতরণ করেছে। ব্যাংকটি চলতি বছরের জুন পর্যন্ত ৬৮ কোটি৪৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি, ৪০২ কোটি টাকা উচ্চ ও নার্সিং শিক্ষা ঋণ এবং ১২ কোটি ১৫ লাখ টাকা নবীন উদ্যোক্তা ঋণ দিয়েছে। ভিক্ষুকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে ৮৩ হাজার ৩৬৭জন ভিক্ষুককে বিনা সুদে ১৮ কোটি ৭৭ লাখ টাকা ঋণ দিয়েছে ব্যাংকটি বলেও জানান তিনি। সভাপতির বক্তব্যে গ্রামীণ ব্যাংক সাতবাড়িয়া শাখার শাখা ব্যবস্থাপক সবুজ হালদার বলেন,সামাজিক দায়বদ্ধতামূলক কাজের অংশ হিসেবে এমন উদ্যোগ গ্রহণ করে বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করছে গ্রামীণ ব্যাংক। সবুজ বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বে রোল মডেল হিসেবে তুলে ধরতে চায় গ্রামীণ ব্যাংক বলেও উল্লেখ করেন তিনি।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।