September 10, 2024, 5:22 pm
মোঃ জুনায়েদ খান সিয়াম,
উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামের অসহায় মা-বাবাকে ধোকা দিয়ে জমি লিখিয়ে নিয়ে ঘর ছাড়া করার অভিযোগ মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ৭২ নং খোলনা মৌজার ১৬৯,১৭০,১৭১ নং দাগের মোট ১৭.২৭শতাংশ জমির মালিক মোঃ আলম বেপারী ও তার স্ত্রী মাসুদা বেগম, হঠাৎ তার মেয়ে কনা আক্তার মাতোয়ার জামাতা ঈদগাহ মার্কেটের পল্লী চিকিৎসক ডাঃ সেন্টু তাদের জরাজীর্ণ ঘরের সাথে দুটি পাকার রুম নির্মাণ করে অসহায় শ্বশুর-শাশুড়িকে থাকতে দেওয়ার কথা বলে।রুম নির্মাণ করার পরে সেখানে শ্বশুর-শাশুড়িকে থাকতে না দিয়ে, সে রুমে তুললেন কনা ও সেন্টু এর মেয়ে ও জামাইকে,এ বিষয়ে শশুর আলমগীর বেপারী ও শাশুড়ি মাসুদা বেগম প্রতিবাদ করলে, মেয়ে ও জামাই বললেন আপনি ২০১৯ সালের ৩১ জুলাই আমাদেরকে দানপত্র করে দিয়েছে। এখন থেকে সকল সম্পত্তির মালিক আমরা আপনারা আমাদের বাড়ি ছেড়ে চলে যান।এ বিষয়টি জানতে পেরে অসহায় আলমগীর ও মাসুদা বেগম সাংবাদিকদের কান্না কন্ঠে বলেন আমার দুটি মেয়ে ও একটি ছেলে রয়েছে,এদের মধ্যে কনা আক্তার মাতোয়ারা আমার ছোট মেয়ে,তার বিয়ে হয়েছে আমাদের বাড়ির সাথে,সে সুবাদ মেয়ে ও জামাই অধিকাংশ সময় আমাদের সাথে থাকতেন।কখন কিভাবে যে, আমাদের কাছ থেকে সকল জমিজমা লিখিয়ে নিয়েছে তা আমাদের বোধগম্য নয়।এ সম্পত্তি আমার ছোট মেয়েও জামাই মিলে আত্মসাৎ করেছে। এখন আমি গৃহহীন ও আশ্রয় হীন হয়ে পড়েছি। আমি আমার জমি ফেরত চাই। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান এর কাছে জানতে চাইলে, তিনি বলেন অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।