September 10, 2024, 8:39 am
আব্দুল আউয়াল
বানারীপাড়া বরিশাল প্রতিনিধি।
বরিশালের বানারীপাড়ায়
১১আগস্ট শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগ তিন সহযোগি সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মোঃইউনুস, বরিশাল ২ বানারীপাড়া উজিরপুর সংসদীয় আসনের এমপি মোঃ শাহে আলম, বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষচন্দ্র শীল।উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হাফিজুর রহমান মামুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার, সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, যুগ্ম-সম্পাদক সুব্রত লাল কুন্ডু, অধ্যাপক জাকির হোসেন, অধ্যাপক আশ্রাফুল হাসান সুমন,
সাংগঠনিক সম্পাদক মামুন-উর রশিদ স্বপন, জাকির হোসেন সরদার, মো. নরুল হুদা উপজেলা কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব, যুগ্ম-আহবায়ক কামরুল ইসলাম সেলিম, কামাল আহম্মেদ বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন মীর। এছাড়াও দলীয় কার্যালয়ে অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে ১৫ আগস্ট কালো রাত্রিতে ঘাতকদের বুলেটের আঘাতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল শহীদদের প্রতি রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয।
আব্দুল আউয়াল
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি।