September 20, 2024, 12:00 am
বি এম মনির হোসেনঃ-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে মঙ্গলবার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে বরিশাল জেলা পুলিশ সুপার সৌজন্য সাক্ষাত করেন,এবং বরিশাল জেলা পুলিশের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে-২০২৩ এর সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন, বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম বিপিএম। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশার জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান হোসেন,জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা গন, এসময়ে উপস্থিত ছিলেন মোঃ খায়রুল বাশার, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান হারিছ,গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী,গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন,আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সারোয়ার হোসেনসহ অন্যান্যরা। সাক্ষাতকালে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম (বিপিএম) বরিশালের আইনশৃংখলা সংক্রান্তসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।