September 23, 2023, 5:56 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা করেছেন।
বুধবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে ১৫টি ইউনিয়নের কর্মরত গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা করেছেন ইউএনও মোহাম্মদ নুর-এ- আলম।
এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসক ফেরদৌস রহমান, রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হুদা, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর -এ- আলম প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন তা মনোযোগ দিয়ে শোনেন এবং সে-সব সমস্যার সমাধানে করণীয় ঠিক করেন। পাশাপাশি সকল গ্রাম পুলিশের উদ্দেশ্য তিনি দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।