October 4, 2023, 12:05 am
(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়ি সেনাজোন কর্তৃক চলমান অতিবৃষ্টিতে পানিবন্ধী ক্ষতিগ্রস্থ মহালছড়ি জোনের বিজিতলা, পাকিজাছড়ি, দাঁতকুপিয়া, গামারি ডালা, সিলেটি পাড়া, কাপ্তাই পাড়া, সাতঘড়িয়া এলাকার অসহায় জনগণের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।
চলমান অতিবৃষ্টিতে পানিবন্ধী পাহাড়ের জনগণের মাঝে ৯আগস্ট রোজ বুধবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, এমন সময়ে ত্রাণসামগ্রী পেয়ে সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি তথা মহালছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও সেনাবাহিনী আত্মরক্ষার পাশাপাশি প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় ছিলো, আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ।
পাহাড়ের শান্তি ও সম্প্রীতি উন্নয়ন এর পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।