September 23, 2023, 6:18 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে মানবসম্পদ উন্নয়নে বিশেষ ক্যাটাগরীতে ” বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩” পাওয়ায় সুন্দরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে ফুলেল শুভেচছা জানিয়েছেন জনতা ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে এই ফুলেল শুভেচছা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জনতা ব্যাংক পিএলসি’র মীরগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, সহকারী ব্যবস্থাপক শেখর চন্দ্র সাহা, অফিস সহকারী আমিনুল ইসলাম, সাংবাদিক আনিসুর রহমান আগুন প্রমূখ। পাশাপাশি বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ অর্জন করায় একটি ক্রেষ্টও প্রদান করা হয়। এসময় আবুল কালাম আজাদ তাকে ফুলেল শুভেচছা দেয়ায় তাদেরকে ধন্যবাদ জানান।