September 23, 2023, 6:17 pm
নিজস্ব প্রতিনিধি:
পটিয়া উপজেলা ছাত্রলীগের আওতাধীন ছনহরা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি অনুমোদন দিয়েছে উপজেলা ছাত্রলীগ। সোমবার (৩১ জুলাই) বিকালে পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী ১ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়। এতে নিজাম আলমদার সভাপতি ও ইরফান সিকদার সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি অনুমোদন করা হয়।
পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিল ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান জানান,আগামী জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষে নিজাম আলমদারকে সভাপতি ও ইরফান সিকদারকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে এবং আগামী ৩০কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।