July 8, 2025, 2:18 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ ভালুকায় সেবার মানোন্নয়নে ইউএনও’র নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে এসিল্যান্ডের অভি-যান সুজানগরে তাঁত শিল্পে দু-র্দিন,লো-কসানে এক একে ব-ন্ধ হচ্ছে কারখানা সারাদেশে বিআরটিএ ও সাব রেজি-স্ট্রারের ব্যাপক অনি-য়ম দুর্নী-তি সারাদেশে কিশোর গ-্যাং মা-দক সন্ত্রা-সীদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি আটঘর কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বি-গুণের বেশি খাজনা আদা-য়ের অভি-যোগ চো-র জানে না চু-রি যাওয়া গরুগুলা আমার সন্তান ছিল “সন্তান নেই আছে শুধু সংসার চালানোর দুশ্চিন্ত” নড়াইলে স্ত্রীসহ ডা-কাত স-র্দার গ্রে-ফতার ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত
আশুলিয়ায় রবিউলকে অপহরণ, ধামরাই নিয়ে পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা, থানায় মামলা, গ্রেফতার

আশুলিয়ায় রবিউলকে অপহরণ, ধামরাই নিয়ে পায়ের রগ কেটে কুপিয়ে হত্যা, থানায় মামলা, গ্রেফতার

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় এক পোশাক কারখানা থেকে ডেকে নিয়ে রবিউল ইসলাম (২৮) কে অপহরণ করে ধামরাই নিয়ে কুপিয়ে এবং পায়ের রগ কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বস্তাবন্দী অবস্থায় দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশকে খবর দেয় লোকজন, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন।
গত সোমবার (৩১ জুলাই ২০২৩ইং) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাই ভাড়ারিয়া বাজার এলাকায় আরিফের পুকুরপাড় থেকে ভিকটিম রবিউল ইসলামের লাশ উদ্ধার করেন পুলিশ ও স্থানীয়রা। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ ও আশুলিয়া থানা পুলিশ যৌথ অভিযানে ৪জনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, আশুলিয়ার ইউনিক এলাকার স্থানীয় বাসিন্দা হাজী আলম ভুঁইয়া (৫৫), সেলিম ভুঁইয়া (৪০), আজাহার ভুঁইয়া (২৪), ফারুক ভুঁইয়া (৩৫)।
পুলিশ জানায়, নিহত রবিউল ইসলাম আশুলিয়ার গাজিরচট চারালপাড়ার আলতাফ হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে আলম ভুঁইয়ার মালিকানাধীন ভবনের একটি পোশাক কারখানায় কন্টাকে কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে একটি গাড়ি থেকে হুট করে বস্তার মত কিছু পুকুরের পাশে ফেলে দেয় গাড়িতে থাকা ৭-৮জন ব্যক্তি, লোকজন দেখে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর লোকজন এসে দেখেন বস্তার মধ্যে মানুষ, তখনও ভিকটিম জীবিত ছিলো, বস্তার ভেতরে নারাচারা করছিলো সে। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। ভিকটিমের পায়ের রগ কাটা, দুই পা ভাঙা ও হাতের সিরা কাটা রয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক, (এসআই) মাসুদ আল মামুন, (এসআই) নয়ন, ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়াসহ একদল চৌকস পুলিশ অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে আশুলিয়ার গাজিরচট ভুঁইয়া বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করেন। ৫জনের মধ্যে একজন এই ঘটনায় জড়িত না থাকায় তাকে ছেড়ে দেয়া হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, এ ব্যাপারে নিহতের বোন বাদী মামলা করেছেন। ০১/০৮/২০২৩ইং লাশ ময়নাতদন্তের পর সন্ধ্যা ৭টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চারালপাড়া পারিবারিক কবরস্থানে রবিউলকে দাফন করা হয়। এ দিকে নিহতের পরিবারের সদস্যরা রবিউল ইসলামের হত্যাকারীদের সর্বচ্চ শাস্তি দাবী করেছেন। এ বিষয়ে পুলিশ ও র‌্যাব কাজ করছেন বলে সূত্র জানায়। পর্ব-১।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD