July 12, 2025, 7:07 am
বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়া উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের লোকজনের সাথে পহেলা আগস্ট মঙ্গলবার বিকেলে মতবিনিময় সভা করেছেন বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। বক্তব্য রাখেন থানার অফিসার ইন চার্জ মোঃ গোলাম ছরোয়ার, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইমলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু প্রমুখ।এরআগে দুপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম গৌরনদী উপজেলায় অনুরুপ মতবিনিময় সভা করেছেন।