July 18, 2025, 8:31 pm
এম এ আলিম রিপনঃ দেশব্যাপী বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সুজানগর উপজেলা আওযামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম ফিরোজের স ালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, আ.লীগ নেতা ও পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক তুষার প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।