July 8, 2025, 2:44 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।। বরিবার ৩০ জুলাই সকাল ১০:৩০ টায় বরিশাল সদর উপজেলার অফির্সাস ক্লাবে জেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়।
সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ও হেলপার্টাস ইন্টারকো অপারেশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা রুপান্তরের বাস্তবায়ন করছে। জেলা কমিটিতে প্রফেসর শাহ সাজেদা সভাপতি ও টুনু কর্মকার সাধারণ সম্পাদক সহ ৯ সদস্য কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন, সহ -সভাপতি নাদিরা রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক মাধবী রানী দাস, কোষাধক্ষ লাকী আমিন, সাংগঠনিক সম্পাদক নাজনীন জাহান পলি ও নির্বাহী সদস্য সৈয়দা মনিরুন নাহার মেরী, কোহিনুর বেগম ও তহমিনা বেগম। এ সময় কমিটি ও প্রকল্পের লক্ষ উদেশ্য ও জেলা নেটওয়ার্কের উদ্যেশ্য সহ সার্বিক বিষয় তুলে ধরনে বিভাগীয় সমন্বয়কারী রাবেয়া বসরি।সহযোগিতায় ছিলেন, জেলা সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী প্রমূখ।#