September 23, 2023, 5:58 pm
রাজশাহী গোদাগাড়ী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার সমতলে বসবাসরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা উপকরণ হয়েছে।
২৭ জুলাই, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ সময় উপজেলা পরিষদ অডিটারিয়ামে উপজেলা নির্বাহী অফিসার সজ্ঞয় কুমার মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।
গোদাগাড়ী প্রেসক্লাবে সভাপতি এবিএম কামারুজামানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দুলাল আলম, উপজেলা শিক্ষা অফিসার লাইলা তাসলিম বানু, গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম প্রমূখ।
শিক্ষার্থীদের মাঝে ৩০ টি বাইসাইকেল, ৬ষ্ঠ ১০ ম. শ্রেণীর ২ শ ৬০ জন শিক্ষাথীদের জন্য শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
প্রধান অতিথি শামীম আহমেদ বলেন, ক্ষুদ্র নৃ- গোষ্ঠি শিক্ষার্থীরা হতাশায় ভুগেন, এট করলে চলবে না, আমার সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৮ জন ডিসিসহ উচ্চ পদের কর্মকর্তা হিসেবে সুদক্ষের সাথে কাজ করছেন। শিক্ষা জাতীর মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। কোন গোষ্ঠীকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ পিছিয়ে পড়া গোষ্ঠীকে এগিয়ে নিতে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। আপনাদের জীবনমানের উন্নয়ন হবে। লেখা পড়া করে মানুয়ের মত মানুষ হবে। বড় হয়ে বাবা মাকে সাহায্য করতে হবে। শিক্ষকদের প্রতি, গুরুজনদের প্রতি সম্মান করতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার সবাই একসাথে কাজ করবো, ইনশাল্লাহ।
মোঃ হায়দার আলী
গোদাগাড়ী,
রাজশাহী,