September 30, 2023, 1:17 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে সাইটি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ইন্টেলেকচুয়ালি ডিসএবল্ড, বাংলাদেশের (সুইড বাংলাদেশ) জাতীয় নির্বাহী কমিটি।
আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ করেন। এরপর নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ ঘুরে ঘুরে দেখেন ও পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় সুইড বাংলাদেশের মহাসচিব মো: মাহবুবুল মুনির, সাংগঠনিক সচিব মো: মাকসুদ আহমেদ শিকদার, প্রচার ও প্রকাশনা সচিব বকুল চন্দ্র মোহন্ত, ক্রীড়া সচিব মো: আব্দুর রাজ্জাক, কার্য নির্বাহী কমিটির সদস্য দীপঙ্কর অধিকারী, মো: রেজওয়ান মিয়া, মো: তৈয়ব উদ্দিন চৌধুরী, মির্জা মো: মনসুরুল হক, আবুল কালাম আজাদ সেলিম, মো: শাহ্ আলম সরকার মিন্টু, জওয়াহেরুল ইসলাম মামুন, মো: রফিকুল আলম খন্দকার, ইকবাল হোসেন হিমেল, সুইড বাংলাদেশের উপদেষ্টা পরিষদের সদস্য জামাল উদ্দিন, টুঙ্গিপাড়া সুইড প্রতিবন্ধী স্কুলের সদস্য সচিব অধ্যাপক ওয়ালীউল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। #