October 4, 2023, 12:14 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ডক্টর জুলকারনাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিএমপি ইপিজেড থানার নেতৃত্বে সেপ্টেম্বরে ৬০ টি হারানো মোবাইল উদ্ধার পটুয়াখালীতে বিএনপির রোড-মার্চ’কে কেন্দ্র করে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত মোস্তফা বাগেরহাটের মোরেলগঞ্জে পাবলিক টয়লেট সংকট পথচারীদের চরম ভোগান্তি স্বাস্থ্যঝুঁকি চরমে পাইকগাছায় পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
আব্দুল কাদের সুজানগরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

আব্দুল কাদের সুজানগরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

এম এ আলিম রিপন : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন সুজানগর উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের। আব্দুল কাদের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করে চলেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সাইফুল ইসলাম বলেন, কমিটির মাধ্যমে যাচাই-বাচাই করে শিক্ষাগত যোগ্যতা, বিষয় ভিত্তিক জ্ঞান,দায়িত্ববোধ,শৃংখলা,অভিজ্ঞতা,সময়ানুবর্তিকা,সৃজনশীল উদ্যোগ, কাজের দক্ষতা, আর্থিক শৃঙ্খলা সহ শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় আব্দুল কাদের কে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন, গুনগত শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষক আব্দুল কাদের স্যার নিজ উদ্যোগে আমাদের অতিরিক্ত ক্লাস এর মাধ্যমে বাড়তি পড়া-লেখা করান। এ কারণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বাইরে কোন কোচিং করতে হয় না। মথুরাপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব জানান, তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির অন্যান্য সদস্য,শিক্ষক-শিক্ষিকা সহ সুজানগরবাসী অত্যান্ত আনান্দিত। এবং তিনি যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যশা করি। নির্বাচিত শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আব্দুল কাদের তাকে শ্রেষ্ট প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের নিকট কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তিনি যেন তার কর্ম দক্ষতার মাধ্যমে আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়ে সুজানগর উপজেলার সুনাম বয়ে আনতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। উল্লেখ্য ২০০০ সালে জানুয়ারী মাসের ১ তারিখে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে অত্যান্ত সুনামের সাথে তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করে চলেছেন। এদিকে বুধবার(২৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র উপজেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের স ালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় সুজানগর উপজেলার মধ্যে কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সুজানগর উপজেলার মধ্যে স্কুল পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, উপজেলার মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সুজানগর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মাহাতাব উদ্দিন ও কলেজ পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক সুজানগর মহিলা ডিগ্রি কলেজের কম্পিউটার শিক্ষক জাহিদুল হাসান রোজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম। পরে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ’র উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটস, শ্রেষ্ঠ গার্লস গাইড, শ্রেষ্ঠ স্কাউটস শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং সাংস্কৃতিক মুভমেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরীতে নির্বাচিতদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD